যারা নতুন এ্যাডসেন্স এর জন্য আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমার এই পরামর্শ গুলো ফলো করবেন তাহলে নিশ্চয় দ্রুত গুগল এডসেন্স এপ্রুভ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ! অবশ্যই টপ ডোমেইন হতে হবে। তাতে গুগলের চোখে ভালো হতে পারবেন। নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং ক্রয় করা যেতে পারে। হাই স্পিড হোস্টিং সার্ভিস নিবেন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটির থিম নির্বাচন করতে হবে। থিম নিতে পারেন Themeforest.net থেকে। কয়েকটি পেজ অবশই রাখবেন যেমন, Home, Terms & Condition, About Us, Contact Us, Privacy Policy and Others Page. যে পোস্টগুলো করবেন সেগুলো যাতে কোন কপি পেস্ট না হয়। প্রতিটা পোস্ট বেশ ভালোমানের হতে হবে। সর্বশেষ আমি বলবো কমপক্ষে ৩-৪ মাস অপেক্ষা করার পর এডসেন্স এর জন্য আবেদন করুন। ইনশাআল্লাহ সাকসেস হবেন। আরো জানুন...
Comments
Post a Comment